সঞ্জিত দাস ।। কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

সঞ্জিত দাস ।। কবিতা



  

       বস্তিবাসী

             
জীর্ণ গৃহে পশুর জীবন
বস্তিবাসী তাই,
চোখের তারায় অনেক স্বপন
পুড়ে ছাই!

ঘর সংসার স্নেহের বাঁধন
দৃঢ়তায়   মোড়া,
বিধাতার অশেষ আশীর্বাদ সাধন
অদৃষ্টই পোড়া!

চিলের চোখের শ্যেন দৃষ্টি
অভ্রান্ত ,প্রখর,
জাঁকিয়ে ঠোঁটে আপন কৃষ্টি
রুধির লহর !

খেতাব, উপাধি উচ্ছিষ্টের নামে
সভ্যের দয়াদানে,
সম্মুখে,পশ্চাতে ,ডাঁইনে ,বামে
আস্তাকুঁড়ের সম্মানে!

উচ্ছৃঙ্খলতাই দোসর যখন আজ
উপায়হীন আকাশ--
সভ্য জাঁকড়ে খোয়ায় লাজ,
হাততালি,সাবাশ।

প্রফুল্লিত দর্শকদল চীৎকারে উল্লাসে,
তোয়াজের চর্বিতে,
গুহ্য রয় প্রতিবাদ নিমেষে
রক্তবর্ণ হুমকিতে!

=======================

 Sanjit Das
( BA graduation 2nd year geography honours)
Village+post-champadanga
P.s.- Tarakeswar
Dist-hooghly
Pin -712401
Contact and wh.no - 9609602757