কবিতাঃ সঞ্জয় কুমার মল্লিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাঃ সঞ্জয় কুমার মল্লিক

আজও আমি.....



আজও আমি বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াই।
আজও আনমনে ছিঁড়ে ফেলি গাছের কচি পাতা।
আজও অচেনা ফুলের ঘ্রাণ নিই প্রান জুড়ে।
বাজারে দুর্লভ,অযত্নে বেড়ে ওঠা বন ফলের স্বাদ
মনের খিদে আজও দেয় ভরিয়ে।
ঝোপ-ঝাড়, বন,ফলের গাছ,নদীর চর আজও আমায় হাত ছানি দেয়।
আমিও অবলীলায় বাড়িয়ে দিই আমার হাত।
শৈশব আজও ডাকে যৌবনকে,
যৌবন আজও হার মানে সরল শৈশবের কাছে।
লোকচক্ষুর অন্তরালে আজও ক্ষনিকের জন্য শিশু হয়ে যাই আমি।
আম, পেয়ারা চুরির স্বাদ পূর্ণতা পায় না লাগানো/কেনা ফলের স্বাদে।
ফ্রিজে রাখা মিষ্টি মুখে ওঠে না,
মন পড়ে থাকে মায়ের লুকিয়ে রাখা দুধমারা মিষ্টির বাটিতে।
চুরি করে পেতে চায় দুধমারা মিষ্টির স্বাদ।
পকেটে টাকা আছে তবু মন লাগে না চকলেট খেতে।
মন পড়ে থাকে বাবার পকেটে,
বাসীমুখে চকলেট খোঁজার ব্যস্ততায়।
আজও আমি ফিরে যাই শৈশবে,
আমার শৈশবের কাছে,বাড়ীর বড়দের কাছে,
পুরানো বন্ধুদের ভিড়ে।
যারা আজও বিশ্বাসই করতে পারে না,
আমি শৈশব, কৈশোর পেরিয়ে আজ যৌবনের মাঝ নদীতে প্রবাহমান।