Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

মুক্তগদ্য : স্মৃতিজিৎ



উৎসধ্বনি

           

১.  বৃষ্টি এলে একা হয়ে যায় সুজানতলির মাঠ । ধোঁয়ার শোক মিশে যায় ভারী বাতাসের আলখাল্লায় । নির্জন মাঠে একা একা ভিজে যায় যুবতি ঘাস ।

২.  বৃষ্টির কুয়াশাকে সঙ্গে দিতে আমরা দাঁড়াই সুজানতলির পায়েরপাতা-ডোবা সজল বুকে । কুয়াশা আড়াল দেয় আমাদের পরকিয়া । কুয়াশার চাদরে জড়িয়ে নিই মাখোমাখো উষ্ণতা । মেঘকে দিতে থাকি এই সংগত উপহার । বড় রাস্তায় সরকারি বাস চলে । ওর চাকা থেকে বিরক্তিকর কাদা ছিটকে আসবে না এখানে । হু-হু শব্দে ভেসে যায় দূরাগত মানুষের কেজো আলাপ ।

৩.  বৌভাতের আঙিনায় ঢুকে যায় তপস্যার জল । শিয়রে সাপ এসে তাতিয়ে দিয়ে গ্যাছে নতুন বউয়ের অন্তর্বাস । দক্ষিণের বারান্দা পেরিয়ে এ ঘরে আসা বারণ । সূর্য ছুটি নিয়ে চলে গ্যাছে উত্তরায়ণে । চাঁদের রুপোলি গন্ধ এখনও লেগে আছে বাসরের  কুচকুনো চাদরে । জমে উঠেছে গৃহচাষ ।

৪.  হৃদয়ে বৃষ্টি নামে । পদ্মগন্ধি ক্ষুধা থেকে বেরিয়ে আসে শীৎকার । বেড়ালের শৃঙ্গার বাজে ঝমঝম রাতে । আমাদের সকল নিশিগীতের মধ্যে বেঁচে থাকে আদিপ্রাণের উৎসধ্বনি  ।
========================================


JAKIR HOSSAIN SMRITIJEET,

Asstt.Teacher, Bengali Language & Literature,
Gopalnagar M.S.S High School (HS),
P.O + PS - Dinhata,
Dist. CoochBehar,
West Bengal
Pin -736135
Mobile : 9933408905(WhatsApp)

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩