কবিতা: মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: মাথুর দাস


 

স্বদেশ আমার


            


কে ওখানে বসে আছে সবুজ আঁচল বিছিয়ে দিয়ে      
শুভ্র মুকুট শিরোভাগে চোখের কোণে জল চিকচিক,
গুনগুনিয়ে  মলয় বাতাস কত কিছুই যায় শুনিয়ে
শরীর জুড়ে  স্রোতস্বিনী  হরেক গাথা গায় যে  ঠিক ।

ইতিহাসের  ওঠা-পড়া ঝড়-ঝাপটা  মড়ক- মারী
যেমন ছিল থাকবে আছে  রত্নরাজি অঙ্গে যে তার,    
সুখ দুঃখ  অত্যাচারেও  সর্ব সহা রূপ  যে তারই
মূর্ছনা তান করুণ হলেও ছন্দ গানের সঙ্গে সেতার ।   

আমরা যারা অনেক জানি শত কষ্টেও সবাই মানি  
উন্নত শির ঝুঁকবে না তার হাজার আঘাত অঙ্গে পেলে,
স্বদেশ আমার মাতৃসমান  চিরদিনের রাণীর রাণী
পা ধোয়াতে  ব্যস্ত থাকে   বরুণ রাজার দামাল ছেলে ।  

                              *****



মাথুর দাস  
১বি, ঝর্ণা অ্যাপার্টমেন্ট,  
১০, নজরুল সরণি, শ্রীনগর পল্লী (সাউথ),  
দুর্গাপুর - ১৩, পশ্চিম বর্ধমান,
পিন - ৭১৩২১৩

হোয়াট্স-অ্যাপ - ৯৪৩৪৩ ৩২৪০২