স্বরূপা রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

স্বরূপা রায়ের কবিতা



স্বাধীনতা


যে দেশে আজও হাজার হাজার পেট অভুক্ত থেকে যায়,
যে দেশে আজও বেশিরভাগ মানুষ পথে রাত কাটাতে বাধ্য হয়,
যে দেশে আজও কন্যাশিশুর জন্মের আগে ভ্রূণহত্যা হয়,
যে দেশে আজও বাবা-মা ছোট ছেলেকে অভাবে কাজে পাঠায়, 
যে দেশে আজও পুরুষকে অর্থ জোগানের মেশিন ভাবা হয়,
যে দেশে আজও গায়ের কালো রঙ দিয়ে মানুষের বিচার হয়,
যে দেশে আজও ধর্ষণের পর ধর্ষককে না, ধর্ষিতাকে দোষী মানা হয়,
যে দেশে আজও পণ নামক অপরাধের জন্য বধূহত্যা হয়,
যে দেশে আজও একজন নারী সম্পূর্ণ রূপে নিরাপদ নয়,
যে দেশে আজও সন্তান বাবা-মা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায়,
যে দেশে আজও অন্নদাতা কৃষককে আত্মহত্যা করতে হয়,
যে দেশে আজও প্রাপ্য চাকরির জন্য অনশনে বসতে হয়,
যে দেশে আজও রাজনৈতিক লড়াইয়ে ভাইয়েভাইয়ে খুন হয়,
যে দেশে মনুষ্যত্বের ঊর্ধ্বে ধর্ম এবং জাতকে গুরুত্ব দেওয়া হয়,
সেই দেশে ৭৩ বছরের স্বাধীনতা পালন করা কী মানায়?
==================================

নামঃ স্বরূপা রায়
ঠিকানাঃ উত্তর ভারতনগর, ১০, বটুকেশ্বর দত্ত সরণি, পো- রবীন্দ্র সরণি, জেলা- দার্জিলিং, শিলিগুড়ি-৭৩৪০০৬
ফোন নংঃ ৮৬৩৭৫২৮৯২৫
হোয়াটস্যাপ নম্বরঃ ৯৬৪১১৭৬৫০৮