কবিতা: দেবযানী বসু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: দেবযানী বসু


নীরব কথাদের একদিন মৃত্যু হবে 


পথ আগলে দাঁড়িয়ে নেই জামগাছ আর
আমাদের ঘেঁষাঘেঁষির গন্ধ ও তার শ্রেণিবিন্যাস
তাকিয়ে দেখেছিল সে
পাখিখাওয়া ফলে মানিব্যাগ গজগজ করে
পাখি ও পোকাদের রিংটোন বাজে আঙুলে আঙুলে
রাগী রাগী ডিম সিদ্ধ কতো অভিনয় করেছিল
আমাদের অদৃশ্য চাবুক কালবৈশাখী তুলে হারিয়ে গেছে
জামগাছ জিন্দাপীর জানত পথের শেষ শুরুর আগে

নীরব কথাদের সৌভাগ্য ছিল

মানুষের আপনভোলা সময় কষ্ট করে চিবোতে চায় না
সময় কি সিসিটিভির প্রবাদ ও প্রান্তর পেরোতে চায়?
আমরা যেভাবে খেলেছি তা প্রযুক্তি মেনে নয়
মেঘেরা বরাত পেলে খেলে দেখাতে পারত
একই খেলা মেয়েরাও খেলে নি মেঘেরাও খেলে নি
রক্তাক্ষর মালা গলায় সৌভাগ্য ছিল হিরেকাটা চোখ
গুরুরা ঘামের গন্ধ পাল্টে নিচ্ছে
নীরব কথাদের সৌভাগ্য ছিল এখন নেই আর

 ====================

দেবযানী বসু। ড্যাফোডিল গ্ৰিনস। ১৭, চন্ডী ঘোষ রোড। কলকাতা -- ৪০
৮৭৭৭০৬১৪০৫