অণুগল্পঃ সোমনাথ বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

অণুগল্পঃ সোমনাথ বেনিয়া

খোলা খাঁচা

"আজ ফিরতে রাত হবে। অনেকগুলো পতাকা সেলাই করতে হবে। কালকে স্বাধীনতা দিবস। এক্সট্রা ইনকাম হবে। মালিকের কাছে কিছু না-হয় চেয়ে নেবো। মেয়েটার দুধ কিনতে হবে" - এই সব ভেবে দর্জি অনিল তাড়াতাড়ি হাত চালাতে লাগলো। অবশেষে কাজ শেষ করে ঝিরঝিরে বৃষ্টির মধ‍্যে বাড়ি ফিরছে অনিল। হঠাৎ হ‌ইহ‌ই ...গেল-গেল ...ধর-ধর শব্দে ভিড় জমে গেল। রক্তে ভেসে যাচ্ছে অনিলের শরীর। কিছু লোক অনিলকে চাপা দেওয়া লরিটার পিছনে দৌড়ে গেল বটে, কিন্তু ধরতে না পেরে ফিরে আসছে। অনিলের গোঙানি বাড়ছে, বাড়ছে দাঁড়িয়ে থাকা পথচারীদের সংখ‍্যা।
       এমন সময় দুম-দুম, ফট-ফট শব্দে আকাশ কেঁপে উঠছে। বৃষ্টি ধরে এসেছে। আলোকিত আকাশ ঘোষণা করল স্বাধীনতা দিবসের উদ্‌যাপনের ভূমিকা। তাহলে রাত বারোটা বেজে গেল। ততক্ষণে অনিলের দেহে শেষ নীরবতা বিরাজ করছে। বোঝা গেল অনিল এখন স্বাধীন। সে অন্নক্লিষ্ট, দুর্দশাগ্রস্থ, অবক্ষয়ের সমাজ-দেশ ছেড়ে পূর্ণ স্বাধীনতা নিয়ে সবকিছু ভালোর দেশের দিকে র‌ওনা দিয়েছে ...

==================================


  সোমনাথ বেনিয়া
ঠিকানা - ১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯
ফোন - 8697668875/9143155045(W/app)