সফিকুজ্জামান ।। কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

সফিকুজ্জামান ।। কবিতা

 

তলনাই



পিতল বাঁধানো ঘাটে নেমে
যদি ভাঙনের গান গাই
ক্ষ্যাপা বলে ডাকতেও পারে
যুগের প্রহরী অনিমেষ। 

কতো ধাপে সাজানো মানুষ
প্রাসাদ উপরে একদল -
আমার ছায়াতে দৈত্যরঙ
লাগিয়েছে অবতার রূপে। 

কাদা পায়ে যদি ছুয়ে দিই
পোষাকেও লেগে যাবে ঘাম
চর্যাপদ থেকে ঢের একা
গাঁয়ের বাইরে বাস করি। 

যতদূরে তল নাই  দেখি
তবু নামি ততদূর আমি
মুখেতে হরেক রঙ মেখে
সঙ সেজে মরে যেতে হয়।    
.....................................................
সফিকুজ্জামান
গ্রাম- কুলবেড়িয়া
ডাকঘর- আন্দুলবেড়িয়া
রেজিনগর, মুর্শিদাবাদ
কথা:৭৯০৮৯৩১১৩২