কবিতা: অনন্য বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: অনন্য বন্দ্যোপাধ্যায়



১৫ ই আগষ্ট 

        


এখনও  রক্তের রঙ লাল 
এখনও  ক্ষুধার নাম ঝলসানো রুটি 

এখনও ধর্মের রাস্তা ধরে আমরা হাঁটি 
এখনও রাস্তার ধারে পড়ে রুগ্ন শীর্ণ মানবতা 

কে বুঝবে এসব ভাষা 
কে বুঝবে শূন্য হতে হতে অন্তরীক্ষ হয়ে গেছে মৃত আশা 

আমাদের  সূর্যের নাম স্বাধীনতা 
আমাদের চন্দ্রের নাম ১৫ ই আগষ্ট ...

==================

অনন্য বন্দ্যোপাধ্যায় 
লাভপুর 
বীরভূম 
পশ্চিমবঙ্গ 
দূরভাষ - 7908600710