কবিতাগুচ্ছ: লক্ষ্মীকান্ত মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতাগুচ্ছ: লক্ষ্মীকান্ত মণ্ডল






অশ্রুদাগ



নিখিল আজ কতকটা শান্ত  
যেটুকু বাকি,  অচেনা দিনের ছেলে মেয়েরা হাঁটে রাত্রি নিয়ে 

বিষাদের ছায়া ঘিরে আছে চার দিক
সিস্টেমের মধ্যেই উত্তেজক চার পেগের দৃশ্য
পলেস্তারা খসে পড়া প্রতিটি নিঃশ্বাসে স্পেশাল এস্কর্ট
যৌনতা ভাগাভাগি করে অনুদান ঘোষনায় 
এসব চলছে চলুক,  ভীষণ ফাঁকা এই মাটি  
নিঃস্বতার  সীমারেখা বেড়ে যায়  প্রতিটি নিঃশ্বাসে 

উত্তাপের অশ্রু দাগে মুছে যায় আয়ুষ্কাল কথা    



অনিদ্রার ভিতরে



অন্ধকার এলে কয়েকটা টর্চ চলে যায় রাইচক জঙ্গলের দিকে
ঝিঁঝিঁরা ভুলিয়ে  দেয় সমস্ত রাতের বাড়ি ফেরার কথা

আমরা কি পালিয়ে যাব কুয়াশার ভিতর
সমস্ত লক্ষ্যের বিফল নিয়ে মেঘের ঘনঘটা
মাদকেরা চলে যায় চোরা চোরা ঘর্মাক্ত ক্লীভেজে 
এমন অভিসম্পাতে সংগ্রহ করেছি অসুখ  
কুণ্ডলী পাকানো সংকর জিনের শরীরে আচমকা কাশির শব্দ
তিল তিল বেঁচে থাকা দোদুল লণ্ঠনের  যুদ্ধময় ছায়া 
 ডি ন এ ' র গুচ্ছ থেকে মুছে দিচ্ছে প্রবল প্রতিবাদ 

চলে যাচ্ছে যন্ত্রণাময় করোটির শঙ্কিত অনিদ্রায়


শব্দহীন অন্ধকার



ভাবতেই ফিনকি দিয়ে বার হয় শিরদাঁড়া
খাঁড়া লোমের নির্জনতর অন্ধকার চিরে দেয় রাতের বাইক

তার পাশেই আড়াল খোঁজা তুমি ও আমি ভয়ে জড়াজড়ি
হৃৎপিণ্ডের ধুকপুক একাকার, কাঁপে বিশল্যকরনীর ঝোপ 
কালি খালের জল কাদায় জোনাকির  নিমজ্জনে রোমহর্ষ নিঃশ্বাস
মুখ ঢাকা কালো কাপড়ের নিচে মুচকি হাসে সোহাগি বন্ধুক
দেখছে না কেউ সরল মৃতদেহের কেমন গড়িয়ে যাওয়া  
নেহাতই দখল খেলায় ফিরবে না কোনো দিন 
স্বাধীনতার আনন্দে মুক্ত আকাশে ওড়ে যাওয়া সাদা পায়রা 


শব্দহীন অন্ধকারে থাকো শুধু মৃত নির্বাচকের স্বাক্ষর --

========================================


লক্ষ্মীকান্ত মণ্ডল।
বরদা, মোহাড়, পশ্চিম মেদিনীপুর,  ৭২১১৬১; মোবাইল - ৯৭৩৩৬০২৯০৩