কবিতা: তরুনার্ক লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

কবিতা: তরুনার্ক লাহা



        স্বাধীনতা 



অত্যাচারে অত্যাচারে
জর্জরিত  সবার দেহ
রইল না কেউ চুপ করে আর
করল সবাই যে বিদ্রোহ ।
ফাঁসির দড়ি পরল গলায়
শহিদ হলো আরো কত
গুলিতে বুক ঝাঁঝরা হলো
মরল মানুষ শত শত।
গান্ধী এলো,এলো সুভাষ 
এলো বিনয় দিনেশ বাদল
এলো সূর্য কল্পনারা
বাজল স্বাধীনতার মাদল।
রক্ত লেখায় লেখা হলো
স্বাধীনতার এই ইতিহাস 
স্বাধীন হলাম,কেউ তো আবার
খেলল কত বিভেদের তাস।
স্বাধীনতার মন্থনে হায়
উঠল অমৃত উঠল যে বিষ
পেলাম আমরা স্বাধীনতা 
তবু ব্যাথা পাই অহর্নিশ।
এখন মনে প্রশ্ন জাগে
সত্যি কি ভাই আমরা স্বাধীন
দেশের মধ্যে নেই কি গরিব 
সবার মুঠোর মধ্যে সুদিন?
দুঃখ মনে থাকবে না আর
আমরা স্বাধীন মুক্ত এবার
স্বাধীন সবাই যদি থাকে
অন্ন বস্ত্র শিক্ষা সবার।
               ***

তরুনার্ক লাহা
বেলিয়াতোড় বাঁকুড়া