পোস্টগুলি

লেখা-আহ্বান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

নবপ্রভাত ৫৪তম (ভাদ্র ১৪২৯ August 2022) সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি।

ছবি
  নবপ্রভাত ৫৪তম (ভাদ্র ১৪২৯ August 2022) সংখ্যার জন্য লেখা পাঠান।  বিষয়: ৭৫ বছরের স্বাধীনতা ও আমরা (আপনাদের কলমে উঠে আসুকঃ- দেশ ও দেশের মানুষ সম্পর্কে আপনার আবেগ ভালবাসার প্রকাশ,  উন্নয়ন-অনুন্নয়ন-এর বাস্তবচিত্র, তথ্যসমৃদ্ধ আলোচনা, বিভেদ, বৈষম্য, স্বজনপোষণ, দুর্নীতি,  নীতিদৈন্য,  গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন, ভণ্ডামি, ব্যক্তিগত লাভের অঙ্কে তথাকথিত 'বিশিষ্ট'দের বর্ণান্ধতা অথবা হিরণ্ময় নীরবতা, কর্মসংস্থান, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সমাজনীতি, নারী, শিশু ইত্যাদি যে-কোন বিষয়।)   লেখা রাজনীতি-বর্জিত হতে হবে -- এমনটা আদৌ নয়। তবে সরাসরি কোন ব্যক্তি বা দলের নাম উল্লেখ না-করা বাঞ্ছনীয়। যে-কোন আঙ্গিকের লেখা পাঠানো যাবে। কোন রকম বাঁধন নেই।  ই-মেলঃ nabapravatblog@gmail.com এই সংখ্যায় লেখা পাঠানোর শেষ দিন:  10 August 2022   ১। পাঠানো যাবেঃ প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতিকথা, মুক্তগদ্য, গল্প, রম্যরচনা, কবিতা, ছড়া ইত্যাদি সমস্ত আঙ্গিকের লেখা (সাধারণ বিভাগের জন্য ভ্রমণকাহিনি, ফিচার, প্রিয় লেখা/লেখক, পত্রপত্রিকা-আলোচনা, গ্রন্থ-আলোচনা, সাংস্কৃতিক-অনুষ্ঠান-সংবাদ,

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪