Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

নবপ্রভাত ৫৪তম (ভাদ্র ১৪২৯ August 2022) সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি।

 



নবপ্রভাত ৫৪তম (ভাদ্র ১৪২৯ August 2022) সংখ্যার জন্য লেখা পাঠান। 

বিষয়: ৭৫ বছরের স্বাধীনতা ও আমরা

(আপনাদের কলমে উঠে আসুকঃ-
দেশ ও দেশের মানুষ সম্পর্কে আপনার আবেগ ভালবাসার প্রকাশ, 
উন্নয়ন-অনুন্নয়ন-এর বাস্তবচিত্র, তথ্যসমৃদ্ধ আলোচনা,
বিভেদ, বৈষম্য, স্বজনপোষণ, দুর্নীতি,  নীতিদৈন্য,
 গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন, ভণ্ডামি,
ব্যক্তিগত লাভের অঙ্কে তথাকথিত 'বিশিষ্ট'দের বর্ণান্ধতা অথবা হিরণ্ময় নীরবতা,
কর্মসংস্থান, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সমাজনীতি, নারী, শিশু ইত্যাদি যে-কোন বিষয়।)
 
লেখা রাজনীতি-বর্জিত হতে হবে -- এমনটা আদৌ নয়। তবে সরাসরি কোন ব্যক্তি বা দলের নাম উল্লেখ না-করা বাঞ্ছনীয়।
যে-কোন আঙ্গিকের লেখা পাঠানো যাবে। কোন রকম বাঁধন নেই। 

ই-মেলঃ nabapravatblog@gmail.com

এই সংখ্যায় লেখা পাঠানোর শেষ দিন: 
10 August 2022
 


১। পাঠানো যাবেঃ প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতিকথা, মুক্তগদ্য, গল্প, রম্যরচনা, কবিতা, ছড়া ইত্যাদি সমস্ত আঙ্গিকের লেখা (সাধারণ বিভাগের জন্য ভ্রমণকাহিনি, ফিচার, প্রিয় লেখা/লেখক, পত্রপত্রিকা-আলোচনা, গ্রন্থ-আলোচনা, সাংস্কৃতিক-অনুষ্ঠান-সংবাদ, শব্দছক ইত্যাদি)।
২। যে-কেউ লেখা পাঠাতে পারেন।
৩। কোন লেখার ক্ষেত্রে শব্দসংখ্যার বা লাইনের বাঁধন নেই। 
৪। লেখা শুধুমাত্র মেলবডিতে বাংলায় ইউনিফন্টে টাইপ করে পাঠাতে হবে। 
৫। বড় লেখা  বাংলায় ইউনিকোডে টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠানো যাবে। তবে  পিডিএফ ফাইলে লেখা গ্রাহ্য নয়।
৬। নিজের একটা ছবি দেবেন এটাচ ফাইল হিসাবে। 
৭। লেখার সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক ছবিও সংযুক্ত করতে পারেন। 
৮। ভ্রমণকাহিনির সঙ্গে একাধিক ছবি দেওয়া আবশ্যিক।
৯। পত্রপত্রিকা বা বইয়ের আলোচনার সঙ্গে দিতে হবে বইটির প্রচ্ছদের ছবি ও প্রাসঙ্গিক তথ্য।
১০। ঠিকানা ও যোগাযোগের নম্বর থাকা জরুরি।

 
* প্রত্যেককে তাঁর নিজের লেখার লিঙ্ক আলাদা আলাদাভাবে পাঠানো সম্ভব হয় না।  তবে লিঙ্ক সংগ্রহ করতে অসুবিধা হলে জানাতে পারেন। আমরা অবশ্যই পাঠাব। 

* প্রতি বাংলা মাসের ১লা তারিখে নতুন সংখ্যা বের হলে ব্লগজিন দেখার অনুরোধ রইল। https://nabapravat.blogspot.com/
TO VISIT THE BLOG-ZINE CLICK HERE

* প্রয়োজনে ৯৪৩৩৩৯৩৫৫৩ নম্বরে যোগাযোগ (call/whatsapp) করতে পারেন।

আমাদের আপডেট জানার জন্য অনুসরণ করুন:

* ফেসবুক পেজঃ  https://www.facebook.com/Nabapravat-760081794044853  
 
* ফেসবুক গ্রুপঃ  https://www.facebook.com/groups/186176964769527   

* WHATSAPP GROUP:  https://chat.whatsapp.com/AIpj98JKbloFSpeqMcpr6j
 TO OPEN THE GROUP CLICK HERE


বিঃ দ্রঃ আপনি নিজের লেখা ছাড়া ব্লগজিনে অন্যের লেখা যদি সানন্দে না পড়তে পারেন, ব্লগজিনে নিজের লেখা প্রকাশিত হলে আপনি যদি সেই লেখার লিঙ্ক সামাজিক মাধ্যমে স্বচ্ছন্দে শেয়ার করতে না পারেন এবং  'লিঙ্কে গিয়ে কজন আর লেখা পড়বেন, তার চেয়ে হুবহু লেখাটি বা লেখার স্ক্রীনশট ফেসবুকে দিলে অনেক বেশি মানুষ পড়বেন'  -- আপনি যদি এই ধারনায় বিশ্বাসী হন, তাহলে আপনার কাছে সনির্বন্ধ অনুরোধ, অনুগ্রহ করে আপনার লেখা আমাদের পাঠাবেন না, বরং সরাসরি বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিন।  

তবে আপনার ধারণা ও কার্যক্রম বিপরীত হলে আপনাকে নবপ্রভাত ব্লগজিনে স্বাগত।

 

সর্বশেষ সংখ্যার সূচিপত্র > এখানে ক্লিক করুন।

 


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল