দুটি বর্ষার কবিতা ।। সুবীর ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

দুটি বর্ষার কবিতা ।। সুবীর ঘোষ



বর্ষামঙ্গল

সুবীর ঘোষ

 

বৃষ্টিগাথা


মন ভালো করা বৃষ্টি নেমেছে চোখ আলো করা ছাদে

সবাই কেমন কাজে চলে গেছে শুধু একা আমি বাদে ।

কৃষ্ণচূড়ায় শীত জমে আসে , এখন সে চলে যেতে চায় ,

এতদিনকার প্রণয় আমেজ রাধাচূড়াডালে রেখে যায় ।

তুমি বসে ভাবোঃ এই বেশ আছি     ডাকাতির কোনো ভয় নেই ,

তাই বলে যেন ধরেই নিও না আমি থেকে যাব এখানেই ।



 

বৃষ্টিপান

বর্ষা মনে হচ্ছে বহুদূর--বহু যুগের ওপার ।

সূর্যের সঙ্গে চোখের লড়াই চলছে

শিকারী হারে না শিকার বেঁচে যায় ।

অন্য বছর তো এ সময় দু'একটা দূত আসে

দেখে শুনে চলে যায় ।

এবার কী হল !

শৈশবের কত কিছু চুরি গেছে--

কবিতার খাতা লাল নীল পেন্সিল সিকি আধুলি

পাত থেকে লবঙ্গলতিকা

আর কালো দৈত্যের মতো সেই আষাঢ়

বারণ না মেনে লুকিয়ে লুকিয়ে বৃষ্টিপান ।

====================

সুবীর ঘোষ

৩০১ আশ্রয় এ্যাপার্টমেন্ট

গ্রুপ হাউসিং , বিধাননগর

দুর্গাপুর—৭১৩২১২

 




No comments:

Post a Comment