কবিতা ।। বর্ষার রাত্রি ।। উদয় পদ বর্মন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। বর্ষার রাত্রি ।। উদয় পদ বর্মন


বর্ষার রাত্রি

উদয় পদ বর্মন

বর্ষার বৃষ্টির স্তনন
চারিদিকে থইথই জল,
সকলেই ঘর বন্দি
তারই মাঝে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাও ডাক।
মাথার ওপর খোলা আকাশ
ছেয়ে আছে কালো মেঘে,
রাতের তারারা মেঘের অন্তরালে
উঁকি মারবার জো টুকু নেই।
কখনো বা বিদ্যুতের ঝলকানি
মেঘের গুরুগম্ভীর গর্জন,
ঘনঘন বজ্রপাতের আঘাত
পৃথিবী যেন থরহরি কম্পমান।
একটা সময় বর্ষার বৃষ্টির স্তনন
সকল কালিমার ইতি টেনে দিয়ে
প্রথম প্রভাতের আলো
পুবের আকাশে ওঠে।।

 
        ________



উদয় পদ বর্মন,
নারায়নপুর(স্কুল পাড়া),
পোঃ- বালুরঘাট,
জেলা- দক্ষিণ দিনাজপুর(পঃবঃ),
পিন- ৭৩৩১০১


No comments:

Post a Comment