বৃষ্টি সুখের ছন্দেতে
দীপক পাল
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
গাছের পাতায় ঝিলের জলে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
মাঠের ঘাসে বটের ডালে,
বৃষ্টি পড়ে টিনের চালে
চলছে গরু দুলকি চালে,
পাখিরা সব নেই কোথাও
মানুষের আজ নেই দেখাও
বাচ্চারা সব বন্দী ঘরে
মুখটি কালো ব্যাজার করে।
সারাদিনই বৃষ্টি ঝরে
ঝম্ ঝম্ ঝম্ টাপুর টুপুর
নানান ছন্দে নানান সুরে
যেন মনে হয় বাজছে নূপুর।
এর পরেতে সন্ধ্যা নামে
সন্ধ্যা শেষে রাত্রি নামে,
কান ধরে যায় ঝিঁঝিঁর ডাকে
ব্যাঙ ধরে সাপ ঝিলের বাঁকে।
পড়তে বসে বাবুসোনা,
পড়াতে আর মন বসে না;
খাওয়ার পরে বিছানাতে
গল্প শোনে মায়ের কাছে
শুনতে শুনতে কখন যেন
চোখের পাতা বুজে আসে।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে
নীল পরী আর লাল পরীদের,
তাদের নিয়ে একসাথে আজ
পথ খোঁজে সে অচিন দেশের।
এমন সময় ঘুম ভেঙ্গে যায়
দেখে শুয়ে মায়ের পাশে,
হাসি হাসি মুখে সোনার
চোখ যে আবার বুজে আসে।
======================
দীপক পাল
Flat - 1B, Block -8
DTC Southern Heights
Diamond Harbour Road, Joka
Kolkata - 700104
No comments:
Post a Comment