Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। জীবন রথে যাত্রা ।। রণেশ রায়

 

জীবন রথে যাত্রা 

রণেশ রায়



জন্ম মৃত্যুর সীমানা ছাড়িয়ে
নীরব চলা জীবনের শেষ যাত্রাপথে, 
আচমকা দেখা দুজনে জনপদে 
 দুটি রাস্তার মিলন পথে
বা হয়তো একই কামরায় জীবন রথে,
মুখোমুখি দুজনে সে যাত্রা পথে।
 
বুঝি আমি আমারও চুপ থাকা ভালো
যে ক্ষত সেদিনের, আজও রক্ত ঝরে
নীরবতাই পারে সে ক্ষত সারাতে
আমার মননে ব্যথা ক্ষত থেকে।

মনে হয় নিজেরই অতীতের ছায়া
ঘিরে রেখেছে তাকে মুখের প্রত্যয়ে
তার সেই কাজল কালো চোখের রহস্যে,
মনে হয় এ  শুভ মুহূর্তে শেষ আমার অপেক্ষা
আজ মিটবে নিশ্চয় সে তিতিক্ষা,
আবার মনে হয় এ আমার ভ্রম, আমি বুঝি না।

আগে ওকে বার বার দেখেছি চঞ্চল অবুঝ
ঠিক সেদিনের পরনে শাড়ীটার মত
কচি কলাপাতার মত অবুঝ সবুজ। 

আজ পরনে তার কালো বুটিতে সাদা শাড়ি
যেন স্থির প্রত্যয়ে দাঁড়িয়ে হিমালয় শিখর
বয়সের জ্ঞান  মুখের গাম্ভীর্যে।

মনে হয় আজ এক কণা শিশির সে
দিন শেষে সন্ধ্যার ঘাসে ঘাসে
অপেক্ষায় কখন ভোর হবে
সূর্যের তাপে আকাশে বাষ্প হয়ে উড়বে
তারপর মেঘের অশ্রু বৃষ্টি হয়ে নামবে।

বোধ হয় চিনেও চেনেনি আমাকে, 
আর চিনবেই না কেন !
আজ সে বসে অতীতের বিস্মৃতির বলয়ে।
কিন্তু চনমনে আমি, আমাকে আমার স্মৃতি ডেকে ফেরে,
সে আজও আমার রহস্যে রয়ে গেছে আলো আঁধারে।

সে নির্বিকার উদ্বেগহীন, আমি উদ্বিগ্ন
খুঁজি তাকে আমার অতীতে
শৈশবের ভোরের সকালে 
 কৈশোরে বসন্তের সন্ধ্যার রক্তরাগে
যৌবনের দুপুরে গ্রীষ্মের রৌদ্রের দহনে
আজও খুঁজে ফিরি বনানী প্রান্তরে
নদীর ধারে বিজন বিহনে
কখনও বা জনকলাহলে
সমুদ্রের ঢেউ এ ঢেউ এ।

আজ জীবনের সায়াহ্নে
আমার যাত্রারথ এই বুঝি পৌঁছয় 
আমি তৈরি নামব বলে সামনের স্টেশনে।
হঠাৎ সে সামনে আসে
যেন অমাবস্যার অন্ধকারে পূর্ণিমার চাঁদ
এ অভাগার জীবন প্রান্তরে।

চিনতে পেরেছে আমাকে,
তারপর দুচারটে কথা পরস্পরে, 
বুঝি আমি এ ঘন কালো সকালে
 সূর্য আজও হাসে
মেঘের ওপারে লুকিয়ে।

এরই মধ্যে থামে গাড়ি স্টেশনে
নামতে হয় আমাকে,
সে চলে তার গন্তব্যে
আবার রথ চলা শুরু করে 
পৌঁছে দেবে তাকে তার সীমান্তে।
 
=======================

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত