কবিতা ।। অন্ধমনে ।। সায়নী আচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। অন্ধমনে ।। সায়নী আচার্য্য

 অন্ধমনে

 সায়নী আচার্য্য

পথচলার প্রতিক্ষণে
ধাওয়া করেছে বিপদ।
জেতার জন্যে উন্মাদ হয়ে
ভাঙতে চাইছে গরাদ।
অন্ধমনে বদ্ধ ঘরে
একলা বসে ভাবে।
ভাগ্য কেন দুঃখ দেয়?
বাঁচিয়ে রাখে ভবে।
প্রবল তার মনের জোর,
মানে না কোনো বারণ।
মানে না কোনো বঞ্চনা,
লড়বে আমরণ।
ভাগ্য শুধু সুযোগ আনে,
মনকে করে শক্ত।
পায়ের বেড়ী ভেঙে দিয়ে
বেরিয়ে আসে ভক্ত।
অন্ধ কেবল সাহায্য চায় ,
পারে না কোনো কাজ।
এমনভাবে ছোটো করা
বন্ধ করো আজ।

===================
 
   
সায়নী আচার্য্য
    ইলিয়াস রোড, আগর পাড়া
                কোলকাতা-৭০০০৫৮





No comments:

Post a Comment