তোমার চোখে বৃষ্টি নামে
দেবাশিস পাড়ুই
তোমার চোখে বৃষ্টি নামে
কাজল কালো ভোর
লিখছি প্রিয় কবিতাখানি
চুমে বাহুডোর।
কাজল কালো ভোর
লিখছি প্রিয় কবিতাখানি
চুমে বাহুডোর।
ডাকলে তুমি বাড়ায়ে বাহু
স্বপন জাগে বুকে
মাধবীলতার দুলছে কলি
ভিজছে কত সুখে।
==================
দেবাশিস পাড়ুই,
বাসুদেবপু্র,
আরামবাগ,
হুগলী -- ৭১২৬০১
No comments:
Post a Comment