Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

নিবন্ধ ।। শ্রাবণ মাসে ।। কাশীনাথ হালদার


শ্রাবণ মাসে

কাশীনাথ হালদার


মানুষ প্ৰকৃতির সন্তান। প্রকৃতির কোলে লালিত-পালিত। প্রকৃতির অসীম সৌন্দর্য মানুষ উপভোগ করে প্রাণভরে। প্রকৃতির নিয়মেই আসে ঋতু বৈচিত্র্য।  গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ―এই ছয় ঋতু ঘুরে ফিরে আসে, চক্রাকারে। বৈশাখ-জ্যৈষ্ঠে গ্ৰীষ্মের সজীব-কঠোর তৎপরতা আর রুক্ষতার অবসান ঘটায় বর্ষা। এই বর্ষায় শীতল হয় তাপদগ্ধ বসুন্ধরা। বর্ষা আসে আষাঢ়-শ্রাবণ এই দুটি মাসকে সঙ্গে নিয়ে। সুতরাং বর্ষা ঋতু‌র শেষ মাস হলাে শ্রাবণ।

শ্রাবণ মাসকে বলা যায় কবি-সাহিত্যিকদের মাস। কখনাে সোঁদা মাটির গন্ধে, কখনাে বকুল, কদম, কেয়াফুলের আঘ্রাণে মেতে ওঠেন কবি-সাহিত্যিক। আম জাম কাঁঠাল লিচু আনারস ইত্যাদির সাথে ইলিশও এসে পড়ে লেখায় এবং রেখায়। বিদ্যুৎচমক আর ঝিরিঝিরি কিংবা অঝোর ধারার বৃষ্টি, সৃষ্টি করে নতুন প্রাণের স্পন্দন। জোড়া লাগায় ফুটি-ফাটা মাটির ― একাকার হয়ে যায় মাঠ-ঘাট-প্রান্তর। সম্ভবত, এমন কোনাে কবি-সাহিত্যিক নেই, যাঁর লেখায় বর্ষা আসেনি কিংবা আসেনি আষাঢ়-শ্রাবণের অনুষঙ্গ।



শ্ৰাবণ মাস বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রদের পতনের মাস। শ্রাবণ মাস ব্যথাভরা
মাস। যে কবির কবিতা-গল্প-গানে বর্ষার ছড়াছড়ি, যাঁর সমগ্র কাব্যজীবনের ওপর রয়েছে বর্ষার প্রভাব, যার লেখনীতে
চিত্রিত হয়েছে―

"আজি শ্রাবণ ঘন গহন মােহে
গােপন তব চরণ ফেলে,
নিশার মত নীরবে নাথ
সবার দৃষ্টি এড়ায়ে গেলে।"

― সেই বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমরা হারিয়েছি এই শ্রাবণের বাইশে। শুধু কী তাই, এই শ্রাবণে আমরাও হারিয়েছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, স্বদেশী আন্দোলনের উদ্যোগীপুরুষ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তারাপীঠভৈরব সাধকপ্রবর বামাক্ষ্যাপা প্রমুখ মনীষীদের। বাংলা মায়ের এইসব কৃতী সন্তানদের আমরা দৈহিকভাবে হারিয়েছি ঠিকই, কিন্তু তাদের কীর্তি, তাদের সৃষ্টির মধ্যে তারা অমর হয়ে আছেন ― আছেন আমাদের সমস্ত হৃদয় জুড়ে।

আবার এই শ্রাবণ মাস হিন্দুদের কাছে এক পবিত্র মাস। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, শ্রাবণ মাসে কিছু আচার পালন করলে তাদের মনস্কামনা পূরণ হবে। এজন্য যুগ যুগ ধরে ধর্মপ্রাণ হিন্দুরা আলাদা গুরুত্ব দেন শ্রাবণ মাসকে।

শিবভক্তরা শ্রাবণ মাসকে শিবের মাস মনে করেন। এই মাসের প্রতি সােমবারই তাঁরা নিষ্ঠা সহকারে ব্ৰত ধারণ করেন। এই ব্রতের অন্যতম অনুষঙ্গ শিবের মূর্তি বা শিবলিঙ্গে দুধ ঢালা। এই মাসে প্রতিদিন শিবভক্তরা স্নানের পর শিবস্তোত্র পাঠ করেন। প্রতিদিন সন্ধ্যায় শিবদুর্গার আরতিও করেন। শিবভক্তদের
বিশ্বাস, এই মাসে স্ফটিকের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে গৃহস্থের কল্যাণ হয় এবং শুভফল লাভ হয়।

শ্রাবণ মাস যা কিছু শুভচিন্তা, যা কিছু
শুভকথা ― তা শােনার মাস। মাঙ্গলিক কথা ও মাঙ্গলিক আচারে পূর্ণ থাকে এই মাস। এই যে এত সব আচার-অনুষ্ঠানের অবতারণা, তা হয়তাে শ্রাবণ শব্দের উৎপত্তি 'শ্রবণ' থেকে এসেছে বলেই।

আবার পুরাণমতে, সমুদ্রমন্থন হয়েছিল শ্রাবণ মাসে। সমুদ্রমন্থনের ফলে অমৃত ও অন্যান্য অনেক কিছু সঙ্গে উঠেছিল তীব্র বিষ বা হলাহল। আর সেই বিষ কণ্ঠে ধারণ করে সৃষ্টিকে রক্ষা করেন শিব। তাই শ্রাবণ মাস দেবাদিদেব শিবের উৎসর্গীকৃত বা নিবেদিত।

                             ●
                             
********************************




Kashinath Halder
Vill. – Jelerhat  
P.O. – Doltala Ghola 
P.S. – Baruipur 
Dist. – South 24 Parganas 
West Bengal ● India
PIN – 743376


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল