কবিতা ।। বৃষ্টির পরশ দেয় শিহরণ ।। প্রদীপ বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। বৃষ্টির পরশ দেয় শিহরণ ।। প্রদীপ বিশ্বাস

 

বৃষ্টির পরশ দেয় শিহরণ

প্রদীপ বিশ্বাস

বর্ষা পড়ে আঙন জুড়ে মাঠে ঘাটে বনে,
আনন্দের ঢেউ হৃদয় জুড়ে চাষী ভাইয়ের মনে। 
বর্ষা নামে মুক্ত কেশে তপ্ত ধরাতলে,
ভরে ওঠে নদী নালা নব বর্ষার জলে।
বৃষ্টি ঝরে ঝিরিঝিরি তরু-পল্লব ঘিরে,
বাতায়নে অনিমিখে দেখি ফিরে ফিরে।
টাপুর টুপুর মধুর ছন্দে রহে না মন ঘরে,
জাল বুনে যায় নিরজনে কল্পনা-সায়রে।

জলে ভরা জলদরাজি মৃদু সমীরণে,
ঘুরে ঘুরে আঁকে ছবি গগনে গগনে ।
না পাওয়ার বেদনার যত না বলা সব কথা,
ঝিরিঝিরি বরিষনে জাগায় মনে ব্যথা।

বৃষ্টির পরশ দেয় শিহরণ অচিন মধুর সুরে,
 দয়িতা মন  উতলা ধায় স্বপ্নের মধুপুরে। 
 
==============
 


No comments:

Post a Comment