কবিতা ।। বৃষ্টি কুড়োয় আষাঢ় বাদল দিনে ।। রোহিত কুমার সরদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। বৃষ্টি কুড়োয় আষাঢ় বাদল দিনে ।। রোহিত কুমার সরদার


বৃষ্টি কুড়োয় আষাঢ় বাদল দিনে 

 রোহিত কুমার সরদার 


আজ না হয় বৃষ্টি নামুক 
চিবুক ছুঁয়ে ভিজুক হৃদয়
মেঘ মউজে আলোর ঝলক 
চোখাচোখি দৃষ্টি বিনিময়।

বইগুলো সব ঘুমিয়ে পড়ুক 
কুম্ভকর্ণের দোলায় 
নাগরিক দিন পথ ভুলে যাক 
প্রবাসী মেঘের ভেলায়। 

সূর্য না হয় নিক ছুটি 
ভিড়ুক অভিমানীর দলে 
বেপাত্তা হোক কে সি পালের ছাতা 
বৃষ্টি ভেজার ছলে। 

ছান্দিক কূল অঙ্কে ভুল ফোটা কদমফুল 
সঙ্গী হতে জানালা তাকায় আনমনে 
একটি মেয়ে একটি ছেলে 
বৃষ্টি কুড়োয় আষাঢ় বাদল দিনে। 
 
.................................................................
 

 
রোহিত কুমার সরদার 
ক্যানিং , দক্ষিণ ২৪ পরগণা 





No comments:

Post a Comment