কবিতা।। শ্রাবণ, তোমাকে ছুঁয়ে ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা।। শ্রাবণ, তোমাকে ছুঁয়ে ।। গোবিন্দ মোদক

শ্রাবণ, তোমাকে ছুঁয়ে

গোবিন্দ মোদক 


বাতাসের বেগ ভীষণ রকম, বৃষ্টি নেমেছে জোরে, 

আষাঢ়স্য প্রথম দিবসে – সূর্য ঢাকা ভোরে।

শোঁ-শোঁ-শোঁ হাওয়ার দাপট মেতে ওঠে গাছপালা, 

বৃষ্টির জল ঘোলা হয়ে ছোটে বুক পাতে নদী-নালা। 

গুরু-গুরু রব মেঘ-গর্জন, বিদ্যুৎ চমকায়,

ভীষণ রবে বজ্রটা যেন পৃথিবীকে ধমকায়!

নিদাঘের সব জুড়ায় জ্বালা, বৃষ্টি ঝরে যে ভুঁয়ে,

গাছপালা সব স্নানটি সারে শ্রাবণ তোমাকে ছুঁয়ে। 


নবীন কিশোর ছোট ছেলেমেয়ে বৃষ্টির মজা লোটে, 

নৌকা গড়ে জলেতে ভাসায় ঘোলা জলে তারা ছোটে।

কাগজের সেই নৌকাগুলো দুলে দুলে ভেসে চলে,

ঘরের কোণে ঠাকুমার ঝুলি কতো কথা যেন বলে। 

আকাশ-বাতাস মুখরিত হয় – বৃষ্টির সামগান, 

পৃথিবীর স্নান নিদাঘের শেষে চাতকের জলপান। 

বৃষ্টির শেষে ক্লান্ত মেঘেরা আকাশের বুকে শুয়ে,

এসেছে নবীন শ্যামল বর্ষা শ্রাবণ তোমাকে ছুঁয়ে।

 

============================


গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

1 comment: