অণুগল্প ।। মনকথা ।। সোমনাথ মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

অণুগল্প ।। মনকথা ।। সোমনাথ মুখার্জী



মনকথা

সোমনাথ মুখার্জী


বৃষ্টি পড়ছিল তোড়ে। গাড়ি বারান্দার নিচে মেয়েটি দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত নটা দশ মতন সময়। আধুনিকা বলা যায়। সুন্দরী। তবে চোখের তারায় সামান্য ভয় জমে আছে। যদি কোনো অশালীন কিছু ঘটে। আমি দেখছিলাম। যেমন ভাবে দেখে সমাজ। উদ্দেশ্যে কিছু ছিল না। আমি জন্ম বিকলাঙ্গ। আমার বাবার দোকানের সামনে মেয়েটি দাঁড়িয়ে আছে।
আশেপাশে অনেকেই উৎসুক। আড়চোখে অনেকেই তাকাচ্ছে। 
বৃষ্টি এবার কমে গেল। তারপর থামল। মেয়েটি হেসে সামনে থেকে সরে গেল। আমি ভাবলাম ও কী আমার ও অন‍্যের মনোগত প্রক্ষেপণ বুঝতে পারল। ও হয়ত কার‌ও কথা ভাবছিল। হয়তো একা। নিঃসঙ্গ । কে জানে!! মন এক আশ্চর্য দলিল।

===সমাপ্ত===
 

শ্রী সোমনাথ মুখার্জী 

৫৬১/সি,লেক ভিউ পার্ক রোড,বনহুগলী, সোলারিস ফেজ-১, টাওয়ার-১, ফ্ল্যাট নম্বর -১০০৫, কলকাতা-৭০০১০৮






No comments:

Post a Comment