ছড়া ।। একলা নিরালায় ।। আসগার আলি মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

ছড়া ।। একলা নিরালায় ।। আসগার আলি মণ্ডল


একলা নিরালায়

আসগার আলি মণ্ডল 


বৃষ্টি পড়ে হৃদয় নাচে
একলা নিরালায়
মন খারাপের দুপুর বেলা
বন্ধু পাওয়া দায়।

ঝাপসা যত দূরের সবুজ 
জল থই-থই মাঠ
জানালা এখন পরম প্রিয়
শিকেয় তোলা পাঠ।

পুকুর জলে মরাল চলে 
দোয়েল বসে পাতার ফাঁকে
পবন দোলায় কদম-কেয়া
ঝোপে-ঝাড়ে ডাহুক ডাকে।

ছাতা মাথায় রাখাল চলে
মাঠের চাষি ফেরে ঘরে
ইচ্ছে আমার হাঁপিয়ে ওঠে
কেমন যেন গুমরে মরে।

===========================


আসগার আলি মণ্ডল 
বাউড়িয়া,হাওড়া




No comments:

Post a Comment