কবিতা ।। শেষপত্র ।। সৌমিক পাহাড়ী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। শেষপত্র ।। সৌমিক পাহাড়ী


শেষপত্র

সৌমিক পাহাড়ী


পাহাড়ের কুয়াশায় কোনোদিন নিজেকে করব বিলীন,

হারিয়ে যাবো, যেখানে মেঘপিয়নের কবিতা হয়েছে দামি, 

উষ্ণ আকাঙ্ক্ষা যখন মেলে ধরবে ওদের রঙিন ইচ্ছেডানা, 

আমি হয়তো, তখন নিভৃতে, আওড়াব জয় গোস্বামী। 


স্বরলিপির খাতার মাঝে জমবে স্তব্ধতার ধুলিকনা, 

মুক্ত বিহঙ্গের মতো উড়বে অস্থির কল্পনার ছন্দ, 

জোৎস্নারাত্রি যাপন হবে তখন একান্ত আকাঙ্খায় 

যদি নিঝুম মনে দুন্দুভি বাজায় প্রাণের জীবনানন্দ। 


জানি  স্বপ্ন পূরণের ইতিহাস সেদিন থেকে যাবে অসমাপ্ত, 

গানের কলি হয়তো ওই ক্ষণে খুঁজবে ওদের সুরনদী, 

হয়তো নবজন্মে এসে আবার বাজাবো জীবনের এস্রাজ, 

তাই শেষ পত্রের পুনশ্চতে লিখে রাখব ইত্যাদি।

 

===============

 

 


সৌমিক পাহাড়ী

এগরা, পূর্ব মেদিনীপুর





No comments:

Post a Comment