ছড়া ।। বৃষ্টিমালা ।। কার্ত্তিক‌ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

ছড়া ।। বৃষ্টিমালা ।। কার্ত্তিক‌ মণ্ডল


বৃষ্টিমালা

কার্ত্তিক‌ মণ্ডল

জল ডুব ডুব বর্ষাদিনে
                     দিচ্ছে উঁকি সূর্যিমামা
মেঘ পলাশের মিষ্টি ছোঁয়ায়
            আলো ছায়ার উড়নী জামা।

উড়িয়ে আঁচল ঘুরনি হাওয়ায়
                লাগছে দারুন বৃষ্টি ছাঁটে
জল থৈ থৈ আলের পথে
                  দেখছ কে ঐ স্বপ্ন হাঁটে।

রামধণুর ঐ রঙটা নিয়ে
                  আকাশ যেন মস্ত‌ কবি
হিজল বকুল শাখে শাখে
                  আঁকছে দেখ জলছবি।

স্মৃতির পাতায় ডুব দিতে চায়
                 স্বপ্নগুলো ফেরিওয়ালা
মেঘের ঘরে চুপটি করে
                 গাঁথছে রে ঐ বৃষ্টিমালা ।

 
--------------------------------

 

কার্ত্তিক মণ্ডল
গ্রাম- পশ্চিমবাড়
পোস্ট-ধনেশ্বরপুর
থানা- পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর
পিন- 721166


No comments:

Post a Comment