কবিতা ।। কবরে প্রশান্তি ।। অনিন্দ্য মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। কবরে প্রশান্তি ।। অনিন্দ্য মুখার্জী


কবরে প্রশান্তি

অনিন্দ্য মুখার্জী


কবরে প্রশান্তি হয় 

যদি চূর্ণ হয়ে যায় সাধ মান 

চূর্ণ হয়ে যায় যদি।

স্বার্থ স্বার্থ রব মুছে যায়..

হৃদয় শ্মশান হলে পরে

কবরে প্রশান্তি হয়।


পেরেক ঠোকার আগেই যদি

আষাঢ় এসে যায়!!!

বজ্রমানিক মালা দেখোনা কখনো… 

মনে রেখো, বিদ্যুতের জ্বালায়

অনেক আলো!! তুমি আলো নিয়ে এসো

আলো হয়ে এসো, আলোর তরী বেয়ে,

শাশ্বত সুখ, শাশ্বতী শান্তির পাড়ায়

কবরে প্রশান্তি হয়।

 

=================


Anindya Mukherjee

57/8 Bhattacharya Para lane

Santragachi

Howrah 711104,

WB, India



No comments:

Post a Comment