Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গল্প ।। আলো-আঁধারিতে ।। লিপিকা ব্যানার্জী



আলো-আঁধারিতে

লিপিকা ব্যানার্জী

সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বারান্দা দিয়ে রাস্তার দিকে চোখ রাখে মীরা। জল জমতে শুরু করেছে। কি যে হবে কে জানে। বাড়ির বাকি সদস্যরা বাইরে থাকলে যেন চিন্তা বাড়তে থাকে।
সন্ধ্যার অন্ধকার রাস্তায় এক হাঁটু জলে একে একে ছেলে মেয়ে আর তাদের বাবা বাড়ি ফিরল। অঘোর বাবু গিন্নিকে বলেন ----"মীরা, একমাত্র তুমিই ভালো আছো। বৃষ্টি পড়ে বেশ ঠাণ্ডা ওয়েদারে দুপুরে জমিয়ে ঘুমিয়েছো নিশ্চয়। আমাদের দেখো, এই এক হাঁটু জল ভেঙে কত কসরত করে আসতে হল।" ছেলে মেয়েও তাতে সায় দিল!
মীরা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে ---তা বটে, ঘরেতে থাকলে শুধু ঘুমোলেই চলে যায়! মুখে বলে--"যাই হোক, ঘুমিয়ে ঘুমিয়েও তোমাদের জন্য কি বানিয়েছি, ফ্রেস হয়ে এসো খাও এবার।"
খাবার টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করাটা যেন রোজ দিনের ব্যাপার ---কেউ ফোনে আর কেউ ল্যাপটপ এ ব্যস্ত! খাবার টেবিলে বসে হাতে মোবাইল---নজরও সেদিকে! মীরা অপেক্ষায় থাকে, কেউ তো বলুক ,খাবার টা কেমন হয়েছে। সারাক্ষণের পরিশ্রম ---বুকে জমা থাকে একটা চিনচিনে কষ্ট!
আচমকা কারেন্ট অফ হয়ে গেল। অন্ধকারে হাতড়ে মোমবাতি খুঁজে জ্বালালো মীরা। অঘোর বাবু মজা করে বলেন --"বাহ, এইতো বেশ জমে গেছে, একদম ক্যান্ডেল লাইট ডিনার"!
মোমবাতির আলোয় অঘোরবাবুর চোখে পড়লো মীরা যেন আজ একটু বেশিই চুপচাপ। অবশ্য এক্ষেত্রে পরিবারের বাকি সদস্য, মানে তিনি, ছেলে-মেয়ে সবারই দোষ সমান ---এটা তিনি অস্বীকার করতে পারেন না। বেশিরভাগ সময়টাই তাঁরা বাড়ির বাইরে থাকেন। আর ঘরে থাকলে যে যার নিজের ভার্চুয়াল জগতেই ব্যস্ত। পাশাপাশি থাকলেও অদৃশ্য দূরত্ব যেন।


অঘোরবাবু বলেন ---"আজ আর কেউ মোবাইল নিয়ে বসে থাকলে চলবে না---আজ জল থইথই রাস্তা আর এই আলো-আঁধারি--এই নিয়ে একটা আসর হোক। মীরা, প্রথমে তুমি শুরু করো।"
মীরার আপত্তি সবার সাধাসাধিতে আর টিকলো না। অন্ধকার ঘরে যেন আলো ফুটে উঠল তার কন্ঠে ---"যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে"সবাই জোরদমে হাততালি দিয়ে ওঠে গানের শেষে।
----"মা দুর্দান্ত গলা তো তোমার! রেকর্ড করে ইউটিউবে দিলে দিতে পারো তো, সুপার হিট হয়ে যাবে"--মেয়ে টিনা বলে।
মীরা বলে ---"তোর বাবাও তো খুব ভালো গাইতো"---
এবার অঘোর বাবুর পালা ---"আজি ঝড়ের রাতে তোমার অভিসার"---
অঘোর বাবুর স্মৃতিচারণ ----"মনে আছে মীরা, কলেজের ফাংশনের দিনগুলো---"
এমনি করে গানে গল্পে হাসিতে একটু অন্যরকম এক সময় কাটানো -----মাঝে মাঝে আধুনিক সাজসরঞ্জামকে পিছনে ফেলে হয়তো নস্টালজিক হতেই ভালো লাগে!
আবার ঝমঝমিয়ে বৃষ্টি এলো। টিনা আপন মনেই বললো ----"let the rain wash away all the pains of yesterday."
 
================
 
 
Lipika Banerjee



মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩