কবিতা ।। এই শহরে বৃষ্টি নামে ।। শাহীন খান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। এই শহরে বৃষ্টি নামে ।। শাহীন খান

এই শহরে বৃষ্টি নামে

শাহীন খান


এই শহরে বৃষ্টি নামে ছাদের উপর
ছাদটা যেন ধনী জনার মাথার টোপর
বেলকনিতে দাঁড়িয়ে থাকার নেই  তো সময়
ইচ্ছেরা সব অসুস্থ তাই থাকছে কোমায়।

ইলেকট্রনিকস তারের উপর একটি কাকে
বৃষ্টিজলে ভিজে ভিজে জোরছে ডাকে।
পার্কগুলোতে হঠাৎ করে প্রাণ থেমে যায়
হোটেল পাড়ায় ডিজে ডিজে গান থেমে যায়।

পথিক সকল দৌড়ে গিয়ে বাসে ওঠে
কেউ বা আবার রিকশা করে বাসায় ছোটে।

এই শহরে বৃষ্টি বিলাস ধনীর ঘরে
গরীব যতো দুঃখ বাড়ে তার অন্তরে।
বেকার সময়  হয় না তাদের নাওয়া খাওয়া
মেটে নাতো বৃষ্টি ক্ষণে চাওয়া-পাওয়া।

এই শহরে খুপরি ঘরে আকাশ ফুটো
ঘরের ভেতর ভেজে কতো জীবন কুটো
পলিথিনে  ঢাকা পড়ে বস্তি সকল
অসহ্য এই বৃষ্টি তাদের সয়না  ধকল!

এই শহরে বৃষ্টি হলেই জ্যামটা বাড়ে
সকাল সকাল জ্যামটা কভু ছাড়ে নারে।
বৃষ্টি তোড়ে যায় না যাওয়া অফিস পাড়ায়
রাতের রানী দিনে জোটে বেশি ভাড়ায়।

এই শহরে বৃষ্টি হলেই দাম বেড়ে যায়
কেউ বা আবার সুযোগ পেয়ে মান কারো খায়
পাশের রুমে খোকা বসে  চ্যাটিং করে
কন্যারা সব ইউটিউবে পরাণ ভরে।

এই শহরে বৃষ্টি মানে চকচকে  পথ
দু'শতলায়  গিয়ে থামে "পরীরই" রথ
বৃষ্টি জলে ময়লা যতো ড্রেনে ছোটে
 বৃষ্টি শেষে রাতের বেলায় সূর্য ওঠে।


।।।।।।।।।।।

শাহীন খান
বানারীপাড়া
বরিশাল
বাংলাদেশ


No comments:

Post a Comment