কবিতা।। আমি বাঁশি ।। সুদীপ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা।। আমি বাঁশি ।। সুদীপ ঘোষ

  

আমি বাঁশি

    সুদীপ ঘোষ


আমি বাঁশি,
আমার কোনো বাঁধন নেই
নেই মুক্তি।
আমার আছে নীল আকাশে 
বিলীন হওয়ার অসংখ্য শ্বাস- প্রশ্বাস !
সে মন্ত্র শুধুমাত্র আমিই জানি।
যা দিয়ে বিশ্বের সকল জীবজন্তু ;
পশু - পক্ষী ; সর্প কিংবা মানুষ কে
টানি আমার নিজের দিকে !

দেখো চেয়ে পূবের আকাশে
উদিত চক্ষু মেলেছে ভাস্কর :
রাখাল মুরলী সুর ধরেছে ধবলী - নৃত্যে।
আমার সুরে যেমন মেতে ওঠে সর্পকূল ;
তেমন নটরাজও !
আর বিরহে ?
সে একজন ই আছে,
সারাদিন কৃষ্ণচূড়ার তলায় বসে বসে
কিসব ভাবে ?
আমারই সুরে সুরে...... আমি বাঁশি।
বাঁশি বাজে না, আমি বাজাই
বাজালে বাজে।
 
    """""'''''''''""'''''''''''''''''
 
সুদীপ ঘোষ
Greenland Enclave
Flat no-L, 3rd floor
West jagtala
Kol-141
Maheshtala
South 24 parganas
West Bengal



No comments:

Post a Comment