ছড়া ।। সদয় বর্ষারানি ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

ছড়া ।। সদয় বর্ষারানি ।। দীনেশ সরকার

সদয় বর্ষারানি

 দীনেশ সরকার


ঢাকলো আকাশ কালো মেঘে বহে বাতাস শন্‌শন্‌
হাওয়ার তালে ঝরা পাতা ঘুরছে শুধু বন্‌বন্‌ ।
পড়লো ঢাকা সুর্যিমামা মেঘের আস্তরণে
ঘনায় আঁধার সাতসকালে আলো নেই গগনে ।

গুড়ুম গুড়ুম মেঘ ডাকে ওই, বিদ্যুতের ঝলকানি
মহাশব্দে কাছেপিঠে পড়লো বজ্রখানি ।
গরু-ছাগল ছুটছে ভয়ে ঢুকছে গোয়ালঘরে
কুকুরগুলো জড়ো হয়ে ডাকছে তারস্বরে ।

টাপুর-টুপুর ঝমঝমিয়ে নামলো বর্ষারানি
ফোঁটায়-ফোঁটায় ভাসিয়ে দিলো সারা গ্রামখানি ।
জমেছে জল মাঠে-ঘাটে চারিদিকে থই-থই
আদুরগায়ে কচিকাঁচা বল নিয়ে খেলছে ওই ।

মাটির নীচে ব্যাঙেরা সব ছিলো কষ্ট করে
লাগতে গায়ে জলের ছোঁয়া উঠলো ভূমির পরে ।
জলের মাঝে লম্ফ-ঝম্ফ খুশিতে আটখানা
গাল ফুলিয়ে গাইছে তারা গ্যাঙর গ্যাঙর গানা ।

ফুটলো হাসি চাষির মুখে সদয় বর্ষারানি
ভালোই হবে ফসল এবার ভরবে গোলাখানি ।
চাষিরা সব ছোটে মাঠে লাঙল ধরে কষে
বর্ষারানি সদয় এবার থাকবে রসেবশে ।

*********************************
 

 
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬





No comments:

Post a Comment