কবিতা ।। মা ।। বনশ্রী মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

কবিতা ।। মা ।। বনশ্রী মণ্ডল

           মা

          বনশ্রী মণ্ডল

 
           মায়ের কথা বলবো কি আর।
             সব কথাটা করে শেয়ার।।
 মা যে আমায় গর্ভে ধরে হয়েছে গর্ভধারিণী।
 দশ মাস দশ দিন পর দেখিয়েছে এই ধরণী।।
তাঁর আঁচলে মুখ ঢেকে আমি হয়েছি এতো বড়ো।
তিনি আমায় সর্বদা শিখিয়েছেন কেমন করে হতে হয় নম্র।।
            মা যে বাবার যোগ্য রমণী।
 আমার কাছে তিনি স্নেহময়ী এক ধরণী।।
        মা যে আমায় দিয়েছেন বলে।
       করবে না চুরি কোনো দিনে।।
মা যে আমার আশার আলো, জ্ঞানের প্রদীপ দিয়েছে জ্বালিয়ে।
তাই তো মায়ের যেকোনো কথা আমি নিয় মানিয়ে।।
মা যে আমায় দিয়েছে বলে সবার সাথে মিশতে।
মা যে আমায় শিখিয়েছে সবাইকে ভালোবাসতে।।
মা যে শিখিয়েছেন সভ্য হবার রীতি।
     বলেছেন ভদ্র হবার নীতি।।
 মা যে আমার সাত সাগরের সপ্ত মধুকর।
 মা যে আমার গ্রীষ্মের মাঝে ক্লান্ত কুহু স্বর।।
 মা যে আমার অন্ধকারের ছোট্ট একটা আলো।
 তাই তো মাকে আমি বাসি এতো ভালো।।
 যে মানুষ মায়ের কষ্ট বোঝে না।
 সে মানুষ, মানুষ না।।
     বাঁচবো যতদিন।
ভুলবো না মায়ের ঋণ।।
 
=====০০০=====

বনশ্রী মণ্ডল
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় 
দক্ষিণ চব্বিশ পরগণা


No comments:

Post a Comment