ছড়া ।। এই বাদলে ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

ছড়া ।। এই বাদলে ।। নিরঞ্জন মণ্ডল


এই বাদলে

নিরঞ্জন মণ্ডল


বৃষ্টি ঝরে পুকুর খালে বৃষ্টি ঝরে মনে
সারাটা দিন আটকে আমি একলা ঘরের কোণে।
বৃষ্টি ঝরে ইলশে গুঁড়ি সাগর জলের মাঝে,
বাপ গেছে তাই নাও ভাসিয়ে ইলিশ ধরার কাজে।
বৃষ্টি ঝরে ফসল খেতে সেথায় মানুষজন
ধানের চারা রোয়ার বুঝি এটাই শুভক্ষণ।
বৃষ্টি ঝরে মাটির পথে মা গেছে দূর হাটে
ফিরবে নিয়ে বাঁচার রসদ সুয‍্যি গেলে পাটে।

বৃষ্টি ঝরে গাছের ডালে বৃষ্টি সবুজ ঘাসে
বৃষ্টি নেয়ে আলতা জবা মিটমিটিয়ে হাসে।
বৃষ্টি ঝরে পাখির ডানায় উঠোন ঘরের চালে
খলশে ডোবায় দুলতে থাকা শাপলা ফুলের গালে।
বৃষ্টি ভেজা রামধনু রঙ প্রজাপতির পাখা
দূর আকাশে মেঘের কোলে বিজলি চমক আঁকা।
পাতার ফাঁকে বৃষ্টি ভিজে কাঠবেড়ালি চুপ
মিটমিটিয়ে দেখছে কেবল কলমি ফুলের রূপ।

পথের কাদা মাড়িয়ে হাঁটে পাগলি সে এক মেয়ে
কি যেন সে যাচ্ছে বলে এদিক সেদিক চেয়ে---
জলদি বোনো জল ছপছপ খেতে সোনার ধান
বাঁচবে জীবন--এই কথাটাই তার গলাতে গান!
কাঁচফোঁটাতে নাও ধুয়ে আজ গায়ের কাদা যত
আলো ছড়াও আঁধার ঘরে থাকবে সবাইকত?
পাগলি মেয়ের সুরেই খুঁজি বারিষ ধোয়া গান,
দাওয়ার কোণে পুষির ছানা বাড়ায় নাড়ির টান।
 
==================

নিরঞ্জন মণ্ডল
উত্তর 24পরগণা।


No comments:

Post a Comment