বর্ষার চার্লাইন ছড়াগুচ্ছ ।। জগদীশ মাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

বর্ষার চার্লাইন ছড়াগুচ্ছ ।। জগদীশ মাল

 


বৃষ্টি পড়ে

জগদীশ মাল

 
(১) 
বৃষ্টি পড়ে ঝমঝম
খোকন যাবে দমদম
সঙ্গে যাবে দাদু-দিদা
আনবে কিনে চমচম।

(২) 
বৃষ্টি পড়ে টুপটাপ
তাল পড়ে ধুপধাপ
বনবাদাড়ে ডাকছে ব্যাং
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙরঘ্যাং।



(৩) 
বৃষ্টি পড়ে ঝিরিঝিরি
ভেজা সবুজ পাতা,
ছাতাওলা ছাতা মাথায়
করছে ফেরি ছাতা।

(৪) 
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সকাল থেকে সারাদুপুর
তার-ই সাথে সুর তুলেছে
খুকুর কোমল পায়ের নুপুর।
 
============

জগদীশ মাল
গ্রাম-পোস্ট-জালালসী
থানা -পাঁচলা
জেলা -হাওড়া



No comments:

Post a Comment