দুটি ছড়া ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, July 18, 2022

দুটি ছড়া ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর

 দুটি ছড়া ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর

 

পানি


ঢলের পানি বৃষ্টির পানি
চারদিকে পানি,
পানি নিয়ে রাতে-দিনে
হচ্ছে কানাকানি।
ঘরে পানি বাহির পানি
পানি তো সব খানে,
পানির কবে সমাধান হবে
আল্লাহ পাক'ই জানে।
এত পানির মাঝে থেকেও
নেই যে খাবার পানি,
চরম এ সত্য কথা ধরায় 
আমরা সবে জানি।
পানির স্রোতে ভেসে গেছে
ঘরবাড়ি গরু,
ভেঙে গেছে রাস্তাঘাট আর
ছোটবড় তরু।
দেশের সকল ধনীব্যক্তি
খাদ্য ওষুধ নিয়ে,
বান ভাসিক সাহায্য করি
আমরা সেথায় গিয়ে।। 



মামা বাড়ীর স্মৃতি


মনে পড়ে বারে বারে
মামা বাড়ীর কথা।
মধু মাসে যেতাম ছুটে
মামা থাকে যেথা।
নানা-নানি মামা-মামি
আর মামাতো ভাইবোন।
আমায় পেয়ে খুশি হয়ে
ঘুরতো সব সারাক্ষণ। 
বাজার থেকে আমার জন্যে
আনতো নতুন জামা।
নতুন জামা পড়ে আমায়
আদর করতো মামা।
লিচু,কাঁঠাল,জামের সাথে 
খেতাম আমের ভর্তা।
খেজুর গুড়ের পিঠা খেতে
আমায় দিতো কর্তা। 
খেলতাম হরেক খেলা সবে
করে কোলা-কুলি।
মামা বাড়ির স্মৃতি গুলো
কি করে আজ ভুলি?

===============
 
 
 
মুহাম্মদ আলম জাহাঙ্গীর 
শেরপুর, বগুড়া।


No comments:

Post a Comment