কবিতা ।। সুভাষ ।। তরুণ নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। সুভাষ ।। তরুণ নস্কর

   

 সুভাষ

    তরুণ নস্কর

সুভাষ        তুমি কাদের জন্য চেয়েছো স্বাধীনতা
                  যারা রাখেনি তোমার খোঁজ?
                   কাদের জন্য এনেছো স্বাধীনতা
                   যারা বিদ্বেষ করে রোজ?

সুভাষ         সবার মুখে তোমার নাম আজ বড়ো  ফিকে
                    এই অভাগার দেশে।
                    সন্ত্রাসবাদ থাবা বসায়
                    নানান ছদ্মবেশে।

সুভাষ          তুমি কি আর আসবে না ফিরে
                    এই কি তোমার ইতি?
                    যাদের জন্য আনলে স্বাধীনতা
                   তারা আজ খেলছে নোংরা    রাজনীতি!

সুভাষ         তুমি দেখেছো কি চেয়ে
                   তোমার স্বপ্নের দেশটায়।
                   আজ চাকরি মেলে বেকারদের
                   ঘুষের টাকায়!

সুভাষ         তোমার স্বাধীন দেশ
                   নেই আর স্বাধীন।
                  যে মাটিতে বীরের রক্ত
                  সেই মাটি আজ গান্ধী বুড়োর    অধীন?

সুভাষ        তুমি ঘোড়ার পিঠে ফিরে এসো
                  তোলো তলোয়ার আমরা আবার    দেখতে চাই।
                  তোমার এদেশ ভালো নেই
                  স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই?

 

========================

তরুণ নস্কর, দাড়া, বকুলতলা (জয়নগর), দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment