কবিতা ।। স্বাধীনতার মানে ।। প্রদীপ বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতার মানে ।। প্রদীপ বিশ্বাস

 

স্বাধীনতার মানে

প্রদীপ বিশ্বাস


পঁচাত্তরটি বছর আগে পেলাম স্বাধীনতা,
বৃটিশ রাজের শৃঙ্খল খুলে স্বাধীন হ'লো মাতা।
মনে বনে ঘরের কোণে গুঞ্জরিছে কানে,
সবাই নাকি বেড়ায় খুঁজে স্বাধীনতার মানে।

আলোচনা রকের আড্ডায় রাস্তার মোড়ে মোড়ে,
গড়ের মাঠে বেড়ায় খুঁজে বিজোড়ে বা জোড়ে।
বিজ্ঞজনে দুলে দুলে অনেক কিছুই বলে,
' এটা নয়কো স্বাধীনতা এইটা হলেই চলে'।

চপভাজা আর মুড়ির সাথে চা না হলে জমে!
ডেকে বলে দোকানদারকে 'দামটা নিবি কমে'।
দোকানের ওই শিশুটিকে ডাকে ধমক দিয়ে 
ভাঙলো শিশু কাপ আর ডিসটি হঠাৎ চলতে গিয়ে।

চেঁচিয়ে যায় খরিদ্দারে 'ক্যামনে হ'লো এটা!
বেজার মুখে দোকানদারে বলে' মারবো ঝ্যাঁটা '।
কাপ আর ডিসটি ভাঙলো শিশু মালিক তেড়ে ওঠে,
তার কাজেতেই পেটের জ্বালায় ওই শিশুটি  ছোটে।

বোঝা নিয়ে কুলি-কামিন ওঠে মাচার পরে,
দুধের বাচ্চা পিঠে বাঁধা রয়েছে চুপ করে। 
সকাল বিকাল কাজের বাড়ি যাচ্ছে কাজের মাসি,
জড় জলেতে পায় না ছুটি খাচ্ছে পঁচা বাসি।

ওই শিশু আর ওই মাসিকে শুধাই কানে কানে,
চিনেছো কী স্বাধীনতা, জানো কী তার মানে?

No comments:

Post a Comment