কবিতা।। স্বাধীনতা দিবস আসে যায় ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা।। স্বাধীনতা দিবস আসে যায় ।। গোবিন্দ মোদক


স্বাধীনতা দিবস আসে যায়

গোবিন্দ মোদক 

 

স্বাধীনতা আজ বইতে লেখা শুধুই একটি কথা,

তে-রঙা ওই পতাকার আজ বুকভরা তাই ব্যথা।

দু'শো বছর পরাধীন ছিলো আমাদের এই দেশ,

ইংরেজদের শোষণ শাসন – লাঞ্ছনা একশেষ।

বিপ্লবীদের আত্মত্যাগে আর রক্তের বিনিময়ে,

"আগে কেবা প্রাণ করিবেক দান" বিপ্লবী শয়ে-শয়ে।

প্রাণের বদলে পাওয়া স্বাধীনতা আজ বড়োই সস্তা,

দুর্নীতি আর স্বজনপোষণ! দেশের কি অবস্থা!

স্বাধীনতা সংগ্রামের অবদান আজ সব ভুলে তাই,

নির্বাচিত দেশনেতারা হায় লুটেপুটে সব খায়!

তাই বিপ্লবীদের আত্মারা কাঁদে শহীদের বেদিমূলে,

তাঁদের আত্মত্যাগ আর বলিদান সবাই গিয়েছে ভুলে!

বছর বছর তাই স্বাধীনতা দিবস আসে আর যায়,

পঁচাত্তরতম পনেরোই আগস্ট জল-ভরা চোখে চায়।

স্বাধীনতা তাই আজকে শুধুই নামমাত্র এক দিন,

তে-রঙা পতাকার হৃদয়ে বাজে কালো দুঃখের বীণ!

=========================
  গোবিন্দ মোদক।

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


No comments:

Post a Comment