কবিতা ।। স্বাধীনতার পঁচাত্তর ।। পীযূষ কান্তি সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতার পঁচাত্তর ।। পীযূষ কান্তি সরকার

     স্বাধীনতার পঁচাত্তর

          পীযূষ কান্তি সরকার


আমরা নাকি হায় এগিয়ে আছি
শ্রীলঙ্কার থেকে !
অর্থনীতির মেরুদণ্ড যার
পুরোপুরি গেছে বেঁকে।
পাকিস্তান-বাংলাদেশের চেয়ে
আমরা আছি এগিয়ে
স্বাধীনতার পঁচাত্তরে যাব
এই সান্ত্বনা নিয়ে !
আমদানি কমে বাড়ুক রপ্তানি
বাড়ুক টাকার দাম
ডলার-টাকার আনুপাতিক হার
কমে যাক অবিরাম।
          -----------



 
পীযূষ কান্তি সরকার
কদমতলা, হাওড়া, পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment