কবিতা ।। এ কেমন স্বাধীনতা ।। মোহিত ব্যাপারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। এ কেমন স্বাধীনতা ।। মোহিত ব্যাপারী

 

এ কেমন স্বাধীনতা

মোহিত ব্যাপারী

হায়গো জননী ভারতবর্ষ
তোমার সন্তান বুঝলো না কান্নার মর্ম।
জানলো না কেউ কি তার ধর্ম।
এই কি ছিল স্বাধীনতার অর্থ ?
চোর জোচ্চোর বাটপাড় এরাই ব্যস্ত।
ক্ষমতার রঙ বদলে সর্বদা মত্ত।
হৃদয়ের অন্তরে অন্তরে ঘুন ধরে গেছে।
জোচ্চুরি জুয়োচুরি পাকাপাকি বাসা বেঁধেছে।
স্বাধীনতার জন্যে জীবনটাকে উৎসর্গ করেছিল যারা,
লোভ লালসার শিকড়টাকে
সমাজ থেকে উপড়ে ফেলতে পারেনি তারা।
ভিনদেশীদের অত্যাচারে কেঁদেছিলে জননী।
আজ তোমার ক্ষমতাবান সন্তানদের হাতে ক্ষমতা।
যে যত বেশি বুদ্ধিমান 
সে ততবড় চোর আর দুর্নীতিপরায়ন।
নিজের সন্তানের অত্যাচারে তোমার চোখে জল আসেনা? 
চোখের জল তারা বঙ্গোপসাগরে লুকিয়ে ফেলতে চায়। 
এ বলে দেশটা আমার, ও বলে দেশটা তার। 
তোমাকে ভেঙে টুকরো করেছে ক্ষমতার লোভে।
যেটুকু বাকি আছে সেখানেও বিভাজন কাটাকাটি। 
টুকরো টুকরো জীবনের ক্ষত বুকে নিয়ে 
তুমি বেঁচে আছ আজও কোন বিস্ময়ে? 
বুক ফাটা শিরা উপশিরা ছেঁড়া যন্ত্রণাগুলো 
সারাতে চাও তুমি কোন জাদু মন্ত্রবলে? 

======================
                
                           ( MOHIT BAPARI ) 
                  VILL - NORTH KANCHDAHA
                  PO - KANCHDAHA
                  DIST - NORTH 24 PARGANAS
                  PIN - 743247
              


No comments:

Post a Comment