ছড়া।। নতুন দিশায় আগা ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

ছড়া।। নতুন দিশায় আগা ।। আনন্দ বক্সী

 নতুন দিশায় আগা 

আনন্দ বক্সী 

স্বাধীনতার জন্য যাঁরা করলো জীবন দান 
ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান।
রক্ত দিয়ে রুখলো যাঁরা এ দেশের সম্মান 
আমাদের সে দেশের প্রতি আছে কি দরদ-টান?

স্বাধীনতা দিবস এলেই স্মৃতির দুয়ার খুলি 
ব্যান্ড বাজিয়ে ধূপ জ্বালিয়ে জাতীয় নিশান তুলি।
স্বর চড়িয়ে মাইক্রফোনে শোনাই হাজার বুলি 
দিনটা গেলে আমরা কেন আবার সে সব ভুলি?

আজ
কেউ চাইছে পিঠ বাঁচিয়ে গদি টিকিয়ে চলতে 
কেউ বা ভয়ে গুটিয়ে থাকে ন্যায্য কথা বলতে।
আজ 
অসুর ঘোরে কলার তুলে সুররা থাকে গুটিয়ে 
অসাধু আর অসৎ লোকে নিচ্ছে মজা চুটিয়ে।
আজ
ন্যায়ের কথা বলছে যাঁরা বলছি তাঁদের পালা 
লুটছে যারা তাদের গলায় দিচ্ছি ফুলের মালা।
আজ 
মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া ছিটকে গ্যাছে লাগাম 
সময়মতো কাজ চাইলে হচ্ছে দিতে আগাম। 
আজ 
বেকারত্বে ছেয়েছে দেশ কোথায় কাজ জুটছে?
খেই হারিয়ে যুবসমাজ মন্দ পথে ছুটছে।
আজ
জাতপাত ও ধর্ম নিয়ে খেলছে বুড়োভামরা 
স্বাধীনতার বয়স বাড়ে হই না বড় আমরা।
আজ
কেউ খাচ্ছে কোপ্তা-কাবাব কেউ পায়না অন্ন 
অর্জিত এই স্বাধীনতা কি এসবের জন্য?

বিবেক দেশের মানুষ ওরে নতুন দিশায় আগা 
এমন দেশ চেয়েছিল কি নেতাজি-ভগৎ-বাঘা?

================
 
 
আনন্দ বক্সী, Vill-Beliadanga, P.o-Dakshin Barasat, 
P.s-Jaynagar,Dist-South 24 Parganas,Pin-743372. 



No comments:

Post a Comment