কবিতা ।। পঁচাত্তর সংখ্যা মাত্র ।। সুদামকৃষ্ণ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। পঁচাত্তর সংখ্যা মাত্র ।। সুদামকৃষ্ণ মন্ডল

 

পঁচাত্তর সংখ্যা মাত্র

সুদামকৃষ্ণ মন্ডল


হে স্বাধীন ভারত
গ্রামে গঞ্জে যে খবর কানাকানি হয় 
তার চেয়ে ভালো খবর রটে যায় 
আমার মেয়ে বিবস্ত্রা মুক্তকেশীর ওড়নায় ঝুলে থাকা রক্তাক্ত দেহ
  অশ্রু ঝরে বর্ষার বৃষ্টি ধারায়
  রক্ত গঙ্গায় জোয়ার হয় ভোটের উৎসবে
  লুট হয় গণতন্ত্র দাপুটের চোখে
  আমিতো কোন প্রতিক্রিয়াশীল নয়
  আমি কোনও শ্রমজীবী হা- ঘরের কলমচি
  আমাকে বাধ্য করে কত কি লেখার
  শুধু সংখ্যাতে বেড়েছে বয়স
  খবরে বেড়েছে আতঙ্ক বীভৎসতা
  বীভৎসতা দেখি প্রান্তিক পিতার সর্বস্বান্ত হওয়া শিক্ষিত বেকারের আত্মহত্যায়
  অবাক করে নেতা-নেত্রীর আখের গোছানোয় পঁচাত্তর ঝোলায় দিয়েছে তবুও অনেক

=======================
সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম - পুরন্দর পুর (অক্ষয় নগর )
পোষ্ট - অক্ষয় নগর
কাকদ্বীপ,দঃ চব্বিশ পরগণা
পিন কোড - 743347
মোঃ 9734591074
        7479274263 (হোয়াটস আপ)
নেশা /পেশা : সাহিত্যচর্চা   
  email sudam1964krishna@gmail.com

No comments:

Post a Comment