ছড়া ।। মানুষ তোদের চায় ।। জগদীশ মাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

ছড়া ।। মানুষ তোদের চায় ।। জগদীশ মাল

মানুষ তোদের চায়

জগদীশ মাল
 

আয়রে ক্ষুদি আয়রে সুভাষ
বিনয় বাদল আয়,
দেশকে আবার রক্ষা করতে
মানুষ তোদের চায়।

দুর্নীতিতে জড়িয়ে আছে
আমার সোনার দেশ,
নেতামন্ত্রী সম্পদ লুটে
দেশটা করছে শেষ।

কাটছে কারো গাছের তলায়
নেইতো যাদের ঘর,
স্বাধীন দেশে তারা কেন
সবকিছুতে পর?

বিদেশ শক্তি তাড়িয়ে তোরা
দেশটা করলি জয়,
তোরাই পারবি সরিয়ে দিতে
কালো আঁধার ভয়।
===========
 
 
জগদীশ মাল
গ্রাম+পোস্ট -জালালসী
থানা -পাঁচলা
জেলা -হাওড়া
ফোন-9123706842

No comments:

Post a Comment