মুক্তগদ্য ।। একটি স্বাধীনতা দিবস ।। সান্ত্বনা ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

মুক্তগদ্য ।। একটি স্বাধীনতা দিবস ।। সান্ত্বনা ব্যানার্জী

 

একটি স্বাধীনতা দিবস

সান্ত্বনা ব্যানার্জী

 অনেকটা ভোরে উঠেছি আজ। যেতে হবে স্কুল। আজ স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন, বক্তৃতা, দু একটি কবিতা,
 গান....তারপর লাইন দিয়ে দাঁড়ানো ছাত্রছাত্রীদের হাতে হাতে ব্রিটানিয়া মারি বিস্কুট। তারপর বাড়ী ফেরা। 

     তবুও ফেরার পথে যখন দেখি রাস্তার মোড়ে মোড়ে, ইটের ওপর ইট সাজিয়ে রঙিন কাগজে  সাজিয়েছে পতাকার বেদী,ছোটো ছোটো ছেলেমেয়েরা কচি হাতে প্রণাম করছে বেদী মূলে নানারঙের ফুল দিয়ে। কারও হাতে শক্ত করে ধরে রাখাতেরঙা পতাকা। এমনকি রিক্সা, ভ্যান, অটো,টোটো, সাইকেলে ও বেঁধে দিয়েছে জাতীয় পতাকা তাদের চালকেরা। উড়ছে খোলা হাওয়ায়পতপত্ করে।নানা দিক থেকে ভেসে আসছে সেই মহা মহিম ধ্বনি....বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম।    

     চোখের সামনে যেন দেখতে পাচ্ছি সেই মহামিছিল... সামনে হাঁটছেন নেতাজি, বীর  ক্ষুদিরাম, বিনয় বাদল দিনেশ, ভগৎ সিং, গান্ধী বুড়ি, প্রীতিলতা ,কল্পনা,আরও আরও সব স্বাধীনতা সংগ্রামী! সমস্বরে গর্জে ওঠে...ইংরেজ ভারত ছাড়ো।

    আর আমি! আমি অবরুদ্ধ কণ্ঠে প্রার্থনা করি, হে স্বাধীন ভারতের নেতানেত্রীগণ,   তোমরা ক্ষমতার রাজনীতি ছাড়ো। দেশবাসীকে দাও প্রকৃত স্বাধীনতা। ভালোবাসো দেশকে, দেশের মানুষকে। শত সহস্র শহীদের আত্ম বলিদান বিফল হতে দিও না দিও না!

No comments:

Post a Comment