স্বাধীনতা
সুশান্ত সেন
স্বাধীনতা কোথায় তুমি লুকিয়েছো
একবার বলো
খুঁজে খুঁজে আমি হয়রান।
কালে কালে বয়স তো হল
কানামাছি খেলবার নেই যে সময়।
ক্লান্ত হয়ে যাই আমি।
অন্ধকার ছিঁড়ে ফেলে
মেঘের ওড়না ভেঙে
একবার প্রকাশিত করো নবরূপ
প্রাণভরে দেখে নিই
উজ্জ্বল নক্ষত্র ভরা রাতে
নব এক সূর্যালোকে উদ্ভাসিত
স্বাধীনতা তোমাকে আবার।
একবার তৃপ্তি দাও জীবনে আমার ।
=====================
সুশান্ত সেন
৩২বি ,শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০
৯৮৩০২৪২১৩৪
No comments:
Post a Comment