কবিতা ।। স্বাধীনতার পঁচাত্তর বছরে ।। গৌর গোপাল পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতার পঁচাত্তর বছরে ।। গৌর গোপাল পাল

 

স্বাধীনতার পঁচাত্তর বছরে
গৌর গোপাল পাল


এগোচ্ছে দেশ রাজ্য ও গ্রাম
সমান তালে তাল রেখে!
ছড়াচ্ছে দেশ রাজ্যের নাম
জগৎ জুড়ে তাই দেখে!!

আজ প্রগতির  উড়ছে ধ্বজা
দেখি যে ভাই সবখানে!
তাই,দেখে ভারি লাগছে মজা
চোখ আছে যার সেই জানে!!

পথ ও ঘাটের রূপ দেখে আজ
অবাক বনে যায় মনে!
চলছে সবখানেতে উন্নয়ন কাজ
আকাশ পাতাল স্থলে বনে!!

নতুন নতুন কত গাড়ি রাস্তা-ঘাটে
চলছে ছুটে সমান তালে!
গ্রাম-গঞ্জের পাকা বাড়ি হাটে-মাঠে
কেউ দেখেছে কোন কালে!!

নিন্দুক যা বলে বলুক এগোচ্ছে দেশ
আজও দেখি সমান তালে !
এসে স্বাধীনতার পঁচাত্তরে লাগছে বেশ
খড় ছিল না আমার চালে!!
==============
লাভপুর.বীরভূম.পশ্চিমবঙ্গ

1 comment:

  1. শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

    ReplyDelete