কবিতা ।। স্বাধীনতা ও আমরা ।। অভিজিৎ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতা ও আমরা ।। অভিজিৎ হালদার

 স্বাধীনতা ও আমরা

অভিজিৎ হালদার 



স্বাধীনতা কোন সে অতীতের কথা
সমস্ত দিন রাত্রি তাঁকে পাওয়ার বাসনায় মত্ত ছিলাম।
তারপর হাজারো বিপ্লবীর রক্তের বিনিময়ে এই স্বাধীনতা।
 
ঘর ছেড়ে প্রিয়জনদের ছেড়ে
বিপ্লবীর কড়া পোশাক গায়ে জড়িয়ে
এ এক বহু জন্মের প্রাপ্তির ফল
যা স্বাধীনতা রূপে প্রতীয়মান
বিবেকের বারুদের বৃক্ষে কখনো মেশিনগানের বুলেটে
তাঁদের হৃদয় ঝাঁঝরা হওয়া এরই নাম স্বাধীনতা।

বিপ্লবীর বুকের পাঁজরে যে নাম ফুটে উঠেছে
তাঁর নাম স্বাধীনতা তাঁর নাম দেশপ্রেম
হারিয়ে গিয়েছিল তাঁদের কত ফাল্গুন
দেশের মানচিত্রে রক্তের লেখা বাণী
একটাই নাম ফাঁসি পেয়ে স্বরাজ আনা
মৃত্যু দিয়ে স্বাধীনতা আনা।।

==============


Name -Abhijit Halder
Mobarockpur
Nadia
West Bengal
India 

No comments:

Post a Comment