আঞ্চলিক ভাষার কবিতা ।। অ মা একট' স্বাধীনতা লুবো ।। সবিতা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

আঞ্চলিক ভাষার কবিতা ।। অ মা একট' স্বাধীনতা লুবো ।। সবিতা বিশ্বাস

অ মা একট' স্বাধীনতা লুবো

               সবিতা বিশ্বাস 

 

পটল মাঝির ছোঁয়াট' বড় বেবুদা

দমে কাঁদেই চইলেছ্যে

নাক্যে মুখ্যে সিকনিতে লটরপটর কইরছ্যে

ছোঁয়াটর কুনো হুঁশ লাই

এক হাট ভদ্দরলকের মাঝে উদোম পাছায়

দড়িতে ঝুলানো তেরঙ্গা পতাকা আর বেলুনগুলানের দিকে তাকায়ে

দমে কাঁদেই চইলেছ্যে

অ মা আমি স্বাধীনতা লুবো

একট' স্বাধীনতা লুবো

যিমনি ছিলা তিমনি মা বঠ্যে

ভর ভরন্ত পুয়াতি ছিঁড়া ত্যানা পোইরে

বাঁশের আগায় গিঁঠা মারা ফতাকাট'র দিকে

হাঁ কইরে ভাইলে আছে

ভাবটা এমুন

 গিঁঠা খুললেই উয়ার মুখে টপস টপস কোইরে

ভুজুং ময়রার দুকানের রসগুল্লা পইড়ব্যেক

আরে বাবা স্বাধীনতাট' কি অতই স্বস্তা?

ইবার আবার স্বাধীনতার পঁচাত্তর বছর

তার লেইগ্যে এত তোড়জোড়

মদ মাংস খায়্যে রাত জাইগ্যে পধানের স্যাঙ্গাত প্যাঙ্গাত সোব

খাট্যে খুট্যে পুরা মহল্লার ভোল পাল্টাইছ্যে

শহর থিক্যে ফটোক বাবু আইসেছ্যে

রিপোটার বাবু আইসেছ্যে

ইখন উ ছোঁয়াট' সব ভন্ডুল কইরল্যে চলব্যাক কেনে?

পধানের ডান হাত উঁই বাগু সদ্দারের ব্যাটা মতি

মস্ত বড় একখান বাঁশ লিয়ে এমুন ভুঁলকাই দিল্যাক

মা ছোঁয়া সোব ভাগলবা

ডরে ডরে মহল্লার ছোট ছোট ছোঁয়াগুলান পিঁছায় যাত্যে দেইখল্যম  

লতুন ধুতি গেঞ্জি পোইরে পটল মাঝি আইসছ্যে বাগু সদ্দারের সাথ

ফটোকবাবু ক্যামেরা তাক কইরতে পধান বুললে

লাও কাকা ইবার দড়িট'তে টান মারো

তুমার হাতের ছোঁয়া লেইগ্যে স্বাধীনতা দিবস সাথ্থক হোক

আইজ হামদের বড় গব্বের দিন

পঁচাত্তর বছরের স্বাধীনতার পূণ্যদিনে গলা উঁচা কোইরে বুলতে পাইরব্য  

ই গাঁয়ে ছুট' বড় গরীব বড়লুক সোব সমান

তা বাদে আরো বুলল আপনারা সকলে মন খুলে হাসুন

হামদের গাঁয়ের ছবি টিবিতে দেখাবে

উঁই ফটোকবাবুর ক্যামেরা পানে ভাইলে হাততালি দিন

সক্কলে বত্তিরিশ পাটি দাঁত বার কইরে পোজ দিয়ে ডাঁড়াই পড়েন

 

এমুন সময় পটল মাঝির আনাড়ি হাতের হ্যাঁচকা টানে দড়ি ছিঁড়ে

ফতাকাট' তেরঙ্গা বেলুনগুলোর সাথে ফত ফত কইরে আকাশে উইঠে গেল্য  

বাপরে! পধানের কি রাগ!

মতিকে বুললে খোল ই অকম্মা পটলার ধুতি চাদর খুল্যে ল্যে

কুঁজো কখনো চিত হইয়ে শুত্যে পারে?

তার মুখ ঠিক মাটির দিকেই থুবরে থাক্যে

 

উদিকে বেবুদা ছিলাট' তখনো দমে কাঁদেই চইলেছ্যে

অ মা একট' স্বাধীনতা লুবো

অ মা একট' স্বাধীনতা আন্যে দে

 

পটল মাঝি ত্যাখন ছিঁড়া গামছাট' জড়ায়ে হাসি হাসি মুখ্যে

খুব গব্ব কোইরে বুইলছ্যে

বুঝলি কিনা নুনার মা স্বাধীনতাট' কে বাগে পাইয়েছিল্যম ঠিকই

কিন্তুক ফাঁকি দিয়ে পলায় গ্যেল

এমুন আহাম্মুকি আর হব্যেক লাই

তুই দেইখ্যে লিস পরেরবার নুনাট'কে স্বাধীনতা আন্যেই দিব্য

ই কথাট'র কুনো লড়চড় হব্যেক লাই

কুনো লড়চড় হব্যেক লাই

তিন কিরা করছি কুনো লড়চড় হব্যেক লাই |

=====================

 

 

 

Sabita Ray Biswas                                

Flat - 3k Block -4,

Shankar Tower,

33 Sukanta Sarani,  Italgachha

Kolkata 700079


 

 

1 comment:

  1. সুদামকৃষ্ণ মন্ডল ভালো লাগল

    ReplyDelete