কবিতা ।। স্বাধীনতা তুমি কি পেরেছ ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, August 19, 2022

কবিতা ।। স্বাধীনতা তুমি কি পেরেছ ।। পাভেল আমান

 

স্বাধীনতা তুমি কি পেরেছ 

পাভেল আমান


গুটি গুটি পায়ে পঁচাত্তরটি বর্ষ পেরিয়ে
স্বাধীনতা তুমি কি পেরেছো
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
ভারতীয়দের এক সূত্রে বাঁধতে? 

সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ও সংহতির আদর্শে
স্বাধীনতা তুমি কি পেরেছো
আসমুদ্র হিমাচল ভারতবাসীকে
দেশাত্মবোধে উদ্বেলিত করতে? 

বহুত্ব বৈচিত্র্য ঐক্য ও সম্প্রীতির সহাবস্থানে
স্বাধীনতা তুমি কি পেরেছো
নানা ভাষা নানা মতের বিবিধতাকে
মানবতার দর্শনে চারিয়ে দিতে। 

হতাশা যাতনা বৈষম্য বিভাজনকে পিছু ফেলে
স্বাধীনতা তুমি কি পেরেছো 
বিবেক চেতন ও মূল্যবোধের জাগরণে
সকলকে মানব ধর্মে দীক্ষা দিতে? 

ঘনঘাটার অনেকটা পথ পেরিয়ে এসেও
স্বাধীনতা তুমি কি পেরেছ 
প্রাপ্তি প্রত্যাশার চাহিদা পূরণে
কাঙ্খিত গন্তব্যের অভিমুখে পৌঁছতে? 

=================

পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ



No comments:

Post a Comment